
ইসমাঈল আযহার:
দুই দিনের সফরে পাকিস্তান আসছেন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুই দিনের সফরে পাকিস্তানের পথে রওনা দিয়েছেন তিনি। এরদোগানকে স্বাগত জানাতে সবরকম প্রস্ততি সম্পন্ন করেছে দেশটি। খবর ডন ও ডেইলি পাকিস্তানের।
প্রতিবেদনে বলা হয়েছে, এ সফরে পাকিস্তান-তুরস্ক দু’দেশের মধ্যে ভ্রাতিত্ব ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বৈঠক করবেন নেতাদ্বয়। সঙ্গে সঙ্গে দু’দেশের মধ্যে কুটনৈতিক সম্পর্ক উন্নত করতেও গুরুত্ব দেওয়া হবে।
এই সফরে এরদোগানের সঙ্গে থাকবেন তুরস্কের মন্ত্রী, উর্ধ্বতন সরকারী কর্মকর্তা ও শীর্ষস্থানীয় একটি প্রতিনিধি দল। পাকিস্তান-তুরস্ক যৌথ অধিবেশনে এই দুই নেতা সভাপতিত্ব করবেন ও ভাষণ দেবেন। পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার পর এরদোয়ান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেবেন।
আগামীকাল শুক্রবার ব্যবসা ও বিনিয়োগ ফোরামের একটি অনুষ্ঠানেও ভাষণ দেবেন রজব তাইয়েব এরদোগান ও ইমরান খান। সেই বৈঠবে তুর্কি বিনিয়োগের কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি/সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ও তুরস্কের পারস্পরিক আস্থা ও সহযোগিতায় গভীর সম্পর্ক রয়েছে। তুরস্ক কাশ্মীরিদের অধিকার সমর্থন করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সাইপ্রাস ইস্যুতে তুরস্কের সাথে পাকিস্তান দাঁড়িয়ে আছে। পাকিস্তান ও তুরস্ক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে। দেশ দুটি ইসলামোফোবিয়া মোকাবেলায় এবং ইসলামী সংহতি প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ।
ডেইলি পাকিস্তান থেকে ইসমাঈল আযহারের অনুবাদ
আই.এ/