
কেউ আইনের উর্ধ্বে নয়, সড়ক থেকে জরাজীর্ণ ও পরিবেশ দূষণকারী গাড়ী মুক্ত করতে যার যার অবস্থান থেকে সবাইকে দায়িত্ব পালন করতে হবে উল্লেখ করেছেন হাইকোর্ট।
এর আগে এ বিষয়ে জারি করা রুলের শুনানিতে বিআরটিএ এর আইনজীবী আদালতকে জানান, বর্তমানে প্রায় ৩ লাখ ফিটনেসবিহীন গাড়ি চলছে, এবং মালিকদের ইতিবাচক সাড়ার অভাবেই সব গাড়ীর ফিটনেস নবায়ন হচ্ছে না।
প্রায় ১ লাখ ৬৫ হাজার ২৬৪ লাখ যান ফিটনেস নবায়ন করেছে হাইকোর্টের আদেশের পর। পরে হাইকোর্ট ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের কিছু ধারার বিষয়ে জানতে চান বিআরটিএর আইনজীবীর কাছে। ১৬ ই ফেব্রুযারী এ বিষযে শুনানি নিয়ে হাইকোর্ট আদেশের দিন ধার্য করেন।
বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চে আজ এ শুনানি হয়।এর আগে বিআরটিএ প্রতিবেদনে জানায় সারাদেশে ৫ লাখ ফিটনেসবিহীন যানবাহন রয়েছে।
এরমধ্যে ২ লাখ ফিটনেস নবায়ন করেছে। বাকি তিন লাখ নবায়ন করেনি। রোববার পরবর্তী আদেশ দেয়া হবে বলেও জানায় উচ্চ আদালত।
আই.এ/