
পারভেজ হোসাইন, রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে সনাতন ধর্মাবলম্বী এক হিন্দু যুবক নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যুবকের নাম দুলাল।
গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়ন বাজার ব্যবসায়ী ও নলচারা ইসলামিয়া ইউনুছিয়া মাদসার মাহফিলে মাওলানা মুফতী মুস্তাকুন্নবীর হাতে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন তিনি। দুলাল নাম পরিবর্তন করে বর্তমানে তার নাম রাখা হয়েছে মো. রেজাউল করিম।
এর আগে গত ০২/০২/২০২০ ইং তারিখে লক্ষ্মীপুর জেলা জর্জ কোর্টে এফিডেভিট এর মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করার ঘোষণা দেন দুলাল।
নওমুসলিম রেজাউল করিম বলেন, সেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ শরীরে, শরল মনে, দৃঢ় প্রত্যয়ে স্বয়ং কতেক মুসলমান এ-র সম্মুখে উপস্থিত হইয়া এ-ই মর্মে প্রতিজ্ঞা/শপথ করতেছি যে, আমি জম্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং আমি ঘোষণা করতেছি যে, আমি একজন সাংলক সনাতন ধর্মের অনুশারী হই। বিগত কয়েক বছর হইতে ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় বই পড়ে এবং ইসলাম ধর্মের বিভিন্ন অনুষ্ঠান দেখে মুগ্ধ হইয়া পড়ি। আর সেখান থেকেই ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিই।
ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিঠু জানান, দুলাল দীর্ঘ অনেক বছর ধরে ভাটরা বাজারে মুচির দোকানের ব্যবসা করে আসছেন। তার মূল বাড়ি সিলেটে, এবং পরিবার থাকে ফেনিতে। তার ইসলাম ধর্ম গ্রহণের ক্ষেত্রে স্ত্রী ও পরিবারের কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন নওমুসলিমরা রেজাউল করিম।
/এসএস