
সিরিয়ায় হামলার কারণে ইসরাইলের ওপর খেপেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইসরাইলের হামলার কারণে বিপদগ্রস্ত হয়ে পড়ে একটি পরিবহন বিমান। শেষ পর্যন্ত জরুরি অবতরণের মাধ্যমে সেটি অল্পের জন্য রক্ষা পায়।
রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সিরিয়ায় ইসরাইলের হামলার সময় রাশিয়া নিয়ন্ত্রিত খমেইমিম বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করে একটি পরিবহন বিমান। এতে ১৭২ জন আরোহী ছিল। জরুরি অবতরণ করতে পারায় অল্পের জন্য ওই বিমানটি রক্ষা পায়।
বৃহস্পতিবার রাতে ইসরাইলের যুদ্ধবিমান থেকে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছিল। আর সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করছিল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দুই পক্ষের এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাঝখানেই পড়ে যায় ওই পরিবহন বিমানটি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন ইসরাইলের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে না পারে সেজন্য পরিবহন বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে ইসরাইলিরা। এটা মোটেই ভালো কাজ নয়।
ইসরাইলের প্রতি ক্ষোভ প্রকাশ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, হামলার জন্য পরিবহন বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করা ইসরাইলের একটি নিয়মিত চরিত্র হয়ে দাঁড়িয়েছে। তারা শত শত মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলার বিষয়টি বিবেচনায়ই নেয়নি।
আই.এ/