
তুরস্কের ইস্তাম্বুল শহরে গোকেন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি পরিবহন বিমান। এতে বিমানটি ভেঙে কয়েক টুকরা হয়ে পড়ে। এরপরও কেউ নিহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, বুধবার (৫ ফেব্রুয়ারি) তুরস্কের একটি অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ সময় বিমানটির একপাশে আগুন ধরে যায়।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি কয়েক টুকরা হয়ে গেছে। বিমানের বড় একটি ফাটল দিয়ে বের হয়ে আসছে যাত্রীরা।
দুর্ঘটনা সম্পর্কে তুরস্কের পরিবহনমন্ত্রী জানান, এই বিমানে ১৭৭ জন আরোহী ছিল। বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কেউ নিহত হননি।
https://youtu.be/3YSB2iDKDlw
আই.এ/