
চীনে ক্রমে মহামারির আকার নিয়েছে করোনা ভাইরাস। শ্বাসকষ্ট জনিত এই রোগ ছড়ানোর ভাইরাস ঘিরে আতঙ্কে কাঁপছে বিশ্ব।
চীনের প্রতিবেশী মঙ্গোলিয়া, রাশিয়া, নেপাল, রাশিয়া, ম্যাকাও, জাপান, মায়ানমার, ভারত, পাকিস্তান সহ আরও কিছু দেশে প্রবল আতঙ্ক। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৫০০ জন। ২০ হাজারের বেশি আক্রান্ত।
এদিকে চীনা জাতীয় স্বাস্থ্য কমিশনের রিপোর্ট, মঙ্গলবার নতুন করে ৬৫ জনের মৃত্যু হয়। এতে মৃতের সংখ্যা বেড়ে ৪৯০ জনে পৌঁছেছে। আর বেসরকারি বিভিন্ন সংস্থার রিপোর্ট বুধবার সকালে সেই সংখ্যা ৫০০ জনে গিয়ে ঠেকল।করোনা ভাইরাসের ভয়ে চীন সংলগ্ন একের পর এক দেশের সীমান্ত বন্ধ হতে শুরু করেছে। ক্রমে আন্তর্জাতিক দুনিয়া থেক বিচ্ছিন্ন হয়ে পড়ছে চীন।
বিবিসি, আল জাজিরা, চীনা সংবাদ মাধ্যম জিনহুয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর, বুধবার প্রায় ৫০০ জনের কাছাকাছি পৌঁছেছে মৃতের সংখ্যা। অচিরেই এই সংখ্যা আরও বাড়বে। চীনের প্রতিবেশী সবকটি রাষ্ট্রে ছড়িয়েছে প্রবল ভয়। কারণ করোনা ভাইরাসের মারাত্মক সংক্রমণ। চীনের পর সব থেকে বেশি মৃতের সংখ্যা জাপানে। ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই দেশে। জাপানি সংবাদ মাধ্যমগুলি।
রিপোর্টে বলা হয়েছে, জাপানের একটি ক্রুজ শিপে আরও ১০ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। রয়টার্স জানাচ্ছে এই খবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানাচ্ছে, চিন থেকে করোনাভাইরাস সংক্রমণ ২০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।
চীনে এটি মহামারির আকার নিলেও বাকি দেশগুলিতে সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি। হু রিপোর্টে বলা হয়েছে, যখন বিশ্বজুড়ে অসংখ্য মানুষ কোনও সংক্রামক রোগে আক্রান্ত হন, তখনই বিশ্ব মহামারি হয়। যেমন ২০০৯ সালের সোয়াইন ফ্লু।
তাতে মৃত্যু হয় কয়েক লক্ষ মানুষের। বিবিসি ও চিনের সরকারি সংবাদপত্র পিপলস ডেইলির খবর, ভয়ঙ্কর করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রবিন্দু উহান শহর। এটি হুবেই প্রদেশের অন্যতম এলাকা। এখানে থাকা শত শত বিদেশি নাগরিককে সরিয়ে নেয়া শুরু হয়েছে।
আই.এ/