রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত বিখ্যাত ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা-র ষষ্ঠ বার্ষিক জাতীয় ইসলামী মহাসম্মেলন আগামী ২০ মার্চ শুক্রবার সকাল ৯ টা থেকে অনুষ্ঠিত হবে। মারকায সংলগ্ন যাত্রাবাড়ী শনির আখড়া সড়কের পাশেই অবস্থিত দাদা ফলের মার্কেটে এই মহা সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
প্রসিদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার-এর মহাসম্মেলনে প্রতিবারের ন্যায় এবারও উপস্থিত থাকবেন দেশের প্রথিতযশা ওলামায়ে কেরামগণ। সম্মেলনের সভাপতি হিসেবে থাকবেন চট্টগ্রামের জিরি মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব। প্রধান অতিথি হিসেবে থাকবেন মজলিসে দাওয়াতুল হকের আমির, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসার মহাপরিচালক, শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান। (তিনি বাদ এশা বয়ান করবেন)।
আখেরী মুনাজাত পরিচালনা ও সর্বশেষ বয়ান করবেন গবেষক আলেম, নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। সম্মেলনে মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি হাবিবুর রহমান মিছহবার ইমামতিতে জুমার নামাজ আদায় হবে এবং তিনি জুমার আলোচনা করবেন।
ওলামায়ে কেরামদের মধ্যে আলোচক হিসাবে আরও যারা উপস্থিত থাকবেন তারা হলেন, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ। লেখক ও গবেষক ড. আ ফ ম খালিদ হোসাইন, (তিনি সকাল ১১ টায় বয়ান করবেন)। বিশিষ্ট মুফাসসিরে কোরআন মাওলানা খুরশিদ আলম কাসেমী, (তিনি বাদ আসর বয়ান করবেন)। মাওলানা ইয়াহিয়া মাহমুদ, (তিনি বাদ জুম্মা বয়ান করবেন)। এছাড়াও উপস্থিত থাকবেন বরিশাল মাহমুদিয়া মাদরাসা উস্তাদ ও বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মুফতি রফিকুল ইসলাম, তরুণ আলোচক ও জনপ্রিয় বক্তা মুফতী মাহফুজুর রহমান জাবের কুয়াকাটাসহ আরও অনেক ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন।
সম্মেলনটি সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ঢাকা সিটি কর্পোরেশন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ও মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার-এর সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান। বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে মহতি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।