
প্রায় দুই মাস পর মঙ্গলবার আবারও শুরু হয়েছে ঢাকার চারপাশে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান। তুরাগ নদের ধৌড় এলাকায় চালানো অভিযানে গুঁড়িয়ে দেয়া হয় অবৈধভাবে গড়ে ওঠা কাঁচাবাজারসহ বেশ কিছু স্থাপনা। এরআগের অভিযানে বাধা দিলেও ছাড় দেয়া হয়েছে। তবে এবার কেউ বাধা দিলে, গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তুরাগ দখল করে গড়ে ওঠা প্রত্যাশা ব্রিজ পাইকারি কাঁচাবাজার। কয়েক মাসে আগেও এখানে অভিযান চালানো হয়েছিল, তখন নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে নিলামে বিক্রি করে দেয়া হয়। কিন্তু নিলামকারী বালু-মাটি সরিয়ে না নেয়ায়, আবারও তা নিলামে তুললো বিআইডব্লিউটিএ।
একই এলাকায় ডোম-ইনোর রেডিমিক্স প্ল্যান্টে তৃতীয়বারের মতো বিআইডব্লিউটিএ উচ্ছেদকারী দল। এরআগের প্রথম দফায় চালানো অভিযানে ভেঙে দেয়া হয় স্থাপনা। দ্বিতীয় দফায় নদী ভরাট করার জন্য বর্জ্য না সরানোর দায়ে জরিমানা করা হয়। এতেও কাজ না হওয়ায় তৃতীয় দফায় ডোম-ইনোর ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এমএম/