
সিলেট থেকে মারুফ আহমেদ: সিলেটের শিবগঞ্জে সৈয়দ হাতিম আলী মাকবারা জামে মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় বাইসাইকেল পেল ১৫ কিশোর। আজ মঙ্গলবার বিকালে কিশোরদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
জানা গেছে, সৈয়দ হাতিম আলী মাকবারা জামে মসজিদ কর্তৃপক্ষ ও তালীমুদ্দীন একাডেমির যৌথ উদ্যোগে স্থানীয় পর্যায়ে শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে একটি প্রতিযোগিতার আয়োজন করে। গত ১৬ই ডিসেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে ওই এলাকার ৩৩ জন শিশু-কিশোর অংশ নেয়।
তবে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করে ১৫ কিশোর। এসব কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়। এছাড়া অন্যান্য শিশু-কিশোরদের একটি করে নামাজের পাটি দেওয়া হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামেয়া দরগাহ সিলেটের মুহাদ্দিস ও শিক্ষাসচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা তাহমিদুল মাওলা, শিবগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন চৌধুরী, ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, দরগাহ মসজিদের ইমাম মাওলানা হাফিজ হুজাইফা, মাওলানা ইহতেশামুল হক কাশিমী, হাতিম আলী জামে মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন কোম্পানীগঞ্জী, হাফিজ মাওলানা জুনাইদ আহমদ, হাফিজ শহিদুল ইসলাম, আব্দুল কাইয়ুম কামাল, আব্দুল কুদ্দুস হেলাল, খালেদ আহমদ, ইয়াহইয়া আহমদ, মাজেদুর রহমান তুহিন, আব্দুল মুনিম রুহেল প্রমুখ।
আয়োজকদের কামনা -বাচ্চাদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে এমন আয়োজনকে সাধুবাদ জানাই। এরকম আয়োজন ছড়িয়ে পড়ুন চতুর্দিকে।
তাকবিরে উলার সঙ্গে লাগাতার চল্লিশ দিন নামাজ পড়ার অনেক ফজিলত হাদিসে এসেছে। এর মধ্যে একটি হল, মুনাফিক থেকে নাম কাটা। দুই. জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তাওফিক দান করুন।আমীন।
আইএ/পাবলিক ভয়েস