
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল ইদলিব প্রদেশে তুরস্কের সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব-সংঘাত এড়াতে রাশিয়াকে সতর্ক করেছে তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়েব এরদোগান। এরদোগান আজ সোমবার এই সতর্কতা প্রদর্শন করেন বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা ডেইলি সাবাহ।
এরদোগান বলেন, তুর্কি কর্মকর্তারা ইদলিবের পরিস্থিতি সম্পর্কে রাশিয়ার সাথে কথা বলেছেন। সঙ্গে সঙ্গে আসাদ সরকারের অবিরাম হামলা প্রতিরোধে রাশিয়াকে এই অঞ্চলে তুর্কি বাহিনীর সঙ্গে সংঘর্ষ এড়াতে বলেছেন।
ইদলিবে সরকারি বাহিনীর মর্টার শেলের আঘাতে নিজেদের সেনা নিহতের ঘটনায় পাল্টা জবাব দিতে শুরু করেছে তুরস্ক। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ছয় সিরীয় সেনার প্রাণহানি ঘটেছে বলে দাবি আঙ্কারার।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সোমবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে তুরস্কের সেনাবাহিনী অবস্থান নেয়।
এর পরপরই মর্টার শেল থেকে গোলাবর্ষণ শুরু করে সিরিয়ার সরকারি বাহিনী। এতে চার তুর্কি সেনা নিহতসহ বাহিনীর আরও ৯ সদস্য গুরুতর আহত হন।
হতাহতের বিষয়টি নিশ্চিত করে তুরস্কের একজন সেনা কর্মকর্তা জানান, রাশিয়ার সহায়তায় আসাদ বাহিনী হামলাটি চালিয়েছে। তুরস্কের সামরিক বাহিনীর অবস্থানের ব্যাপারে আগে থেকেই অবগত ছিল সিরিয়া।
এর পরও আসাদের অনুগত সেনারা উদ্দেশ্য প্রণোদিতভাবে গোলাবর্ষণ করে। যদিও এর প্রতিশোধ হিসেবে তুর্কি সেনারা এরই মধ্যে ইদলিবের বেশকিছু লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানান এই কর্মকর্তা।
ডেইলি সাবাহ অবলম্বনে ইসমাঈল আযহার