
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের পোস্টারগুলো এখনো শহরের অলিগলিতে রয়ে গেছে। এসব ফেলনা পোস্টার দিয়ে একটি মহান কাজ করার উদ্যোগ নিয়েছেন একদল স্বেচ্ছাসেবী।নির্বাচনের পোস্টারগুলো এক এক করে সংগ্রহ করছেন তারা। যা দিয়ে তৈরি হবে এতিম শিশুদের লেখার খাতা।
এছাড়া পোস্টারে ব্যবহৃত প্লাস্টিক কাজে লাগানো হবে শীতের কাপড় ও প্যাকেট তৈরির কাজে। আর দড়ি ব্যবহার হবে চাল-ডাল প্যাকেজিংয়ের কাজে। এই মানবিক উদ্যোগটি নিয়েছে অলাভজনক সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন।
সংস্থাটির কর্মীরা রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকেই পোস্টার সংগ্রহে ব্যস্ত সময় পার করছে। নগরীর অলিগলিতে সড়কে দাঁড়িয়ে থেকে পোস্টারগুলো সংগ্রহ করছেন তারা।
এই কাজে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
স্বেচ্ছাসেবকরা জানান, কাউন্সিলররা নিজেরাই তাদের কাছে পোস্টার তুলে দিচ্ছেন। আগারগাঁও, মিরপুর, শ্যামলীর বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা নিজ থেকে যোগাযোগ করছেন। তারা পোস্টারগুলো নিয়ে আসতে স্বেচ্ছাসেবকদের অনুরোধ করছেন। নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী বা যে প্রার্থীরা নির্বাচনের আগে সেভাবে পোস্টারগুলো ব্যবহার করতে পারেননি, তারাও ফোন দিচ্ছেন। বলছেন, বাসায় জমে থাকা পোস্টারগুলো নিয়ে যেতে।
স্বেচ্ছাসেবকরা জানান, কোটি কোটি টাকার নির্বাচনি পোস্টার নির্বাচন শেষে মূল্যহীন উপাদান। কবে সরানো হবে এসব পোস্টার, তার অপেক্ষায় না থেকে এগুলো কাজে লাগাচ্ছেন তারা। তাই তারা পোস্টারগুলো সংগ্রহ করছেন। বর্জ্যকে সম্পদে রূপান্তর করার কাজে লেগে পড়েছেন।
আই.এ/