
মাতৃগর্ভজাত থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সরকারকে নীতিমালা প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।
সোমবার (৩ ফেব্রুয়ারি) একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মহিলা ও শিশু বিষয়ক সচিব, সমাজ কল্যাণ সচিব রুলের জবাব দিতে বলা হয়েছে।
গর্ভবতী মা ও অনাগত শিশুর সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশনা চেয়ে সম্প্রতি হাইকোর্টে আবেদনটি করেন আইনজীবী ইশরাত হাসান। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম এ হালিম।
ব্যারিস্টার এম এ হালিম বলেন, আমাদের দেশে কোনো গর্ভবতী মায়ের কন্যা সন্তান হওয়ার খবর শুনে এক শ্রেণির পরিবার বিষয়টি নেতিবাচকভাবে দেখে। কোনো কারণে দ্বিতীয় বা তৃতীয়বার কন্যা সন্তানের খবর শোনার পর ওই গর্ভবতী মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনাও ঘটে।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস