
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী আতিকুল ইসলাম এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শনিবার রাত ৯টার দিকে গণভবনে যান দুজন। গিয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। সেই ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন আতিকুল।
ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দুই মেয়র প্রার্থী।
শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ হয়। এ প্রথম প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হলো।
এরইমধ্যে রাত ১২টার পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বেসরকারিভাবে শেখ ফজলে বারী মাসউদকে বিজীয় ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।
এছাড়া উত্তরেও এগিয়ে রয়েছে নৌকার প্রার্থী সাবেক মেয়র আতিকুল ইসলাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তরে ১০৩১৮টি কেন্দ্রের মধ্যে ৭৩৯টিতে আতিক পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৩৪ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল ১ লাখ ৪৬ হাজার ৩৫৫ ভোট।
/এসএস