
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে নারায়ণগঞ্জে বিশাল সমাবেশে মঞ্চ আকস্মিকভাবে ভেঙে পড়ে। ওই সময় মঞ্চে হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী, মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ আরও অনেকে ছিলেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় সেখানে হুড়োহুড়ি শুরু হয়। পরে ভাঙা মঞ্চেই আলোচনা শুরু হয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে সম্মেলন চলাকালে বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
এর আগে সকাল থেকেই সমাবেশের কার্যক্রম শুরু হয়। সকালে হাজার হাজার মুসল্লির ঢল নামে সেখানে। যোহরের নামাজের পর থেকে মুসল্লিদের ঢল হাজার পেরিয়ে লাখে গিয়ে দাঁড়ায় যা এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়কে মুসল্লিরা রাস্তায় অবস্থান নেয়। এতে করে শহরসহ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এবং ঢাকা-নারায়ণগঞ্জ পাগল সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সেখানে গগনবিদারী শ্লোগান উঠে।
মহিন মুহসিন/পাবলিকভয়েস