পাবলিক ভয়েস : পেরেরার ২৬ বলে ৭৪ রানের জবাবে মুশফিকুর রহিম খেলেন ৪১ বলে ম্যাচ জেতানো ৭৫ রানের ইনিংস। এরকম ঝড়ো ম্যাচই তো টি-টোয়েন্টি ক্রিকেটের আসল উদাহরণ।
এরই নাম টি-টোয়েন্টি ক্রিকেট। ব্যাটে-বলে এরকম লড়াই দেখতেই তো চাই দর্শকরা। ঝড়ের বিপরীতে ঝড়। মিরপুরে আজ দিনের দ্বিতীয় ম্যাচে থিসারা পেরেরা ঝড়ের পরে জ্বলে উঠেছিলেন মুশফিকুর রহিম।
পেরেরা ঝড়কে ম্লান করে দিয়ে ম্যাচ জিতেছেন মুশফিকুর রহিম। পেরেরার ২৬ বলে ৭৪ রানের জবাবে মুশফিক খেলেছেন ৪১ বলে ৭৫ রানের ইনিংস। এরকম জ্বলে ওঠা ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে চিটাগং ভাইকিংস।
ম্যাচের নায়কের কথা বলতে গেলে মুশফিকের নাম আজ শুরুতেই বলতে হবে। ৪১ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে। যদিও শেষ ওভারের আগে প্যাভিলিয়নে ফিরে গেছেন।
কিন্তু ততক্ষণে দল নিরাপদ স্থানে চলে এসেছে। মুশফিকের ইনিংসে ছিল সাতটি চার ও চারটি ছক্কার মার। এর আগে অবশ্য মোহাম্মদ শেহজাদও ঝড় দেখিয়ে গেছেন। ২৭ বলে ৪৬ রান করে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন।
শেষ ওভারে যখন জয়ের জন্য ৭ রান দরকার তখন ক্রিজে নামেন আগের ম্যাচের নায়ক রবি ফ্রাইলিঙ্ক। তাকে দেখে চট্টগ্রামের দর্শকরা আরও উল্লাসে মেতে ওঠে। যদিও শুরুতে ০ ও ১ রান নেন।
আর তৃতীয় বলে নাইম আরও একরান নেন। ৩ বলে ৩ রান যখন দরকার তখন দলের জয় নিশ্চিত করতে মাত্র একটি বল সময় নেন ফ্রাইলিঙ্ক। দুই বল ও চার উইকেট হাতে রেখে দলে জয় নিশ্চিত করে মাঠে ছাড়েন।
মিরপুরে ম্যাচের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি কুমিল্লা। ইনিংসের দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগেই ফ্রাইলিঙ্কের বলে ফিরে যান ওপেনার তামিম ইকবাল। এরপর দ্রুতই ফিরে যান আনামুল হক বিজয়ও (১০)।
দুই উইকেট হারিয়ে এভিন লুইসকে নিয়ে জুটি গড়েন অধিনায়ক ইমরুল কায়েস। ২১ বলে ২৪ রান করে ফিরে যান ইমরুল। অসুস্থ অবস্থায় রিটায়ার্ড হার্ট হয়ে বিদায় নেওয়ার আগে ৩৪ বলে ৩৮ রান করেন। এরপর ডসন ও আফ্রিদিও ফিরে যান দ্রুত।
৮৬ রানে পাঁচ উইকেট হারানো দলটিকে পথ দেখিয়েছেন কালই প্রথম দলে যোগ দেওয়া থিসারা পেরেরা। ২০ বলে ফিফটি হাঁকানো পেরেরা শেষ পর্যন্ত করেছেন ২৬ বলে অপরাজিত ৭৪ রান। তিনটি চার এবং আটটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সঙ্গী মোহাম্মদ সাইফউদ্দিন করেছেন ১৯ বলে দুটি চার ও একটি ছক্কায় অপরাজিত ২৬ রান। ৪১ বলে ম্যাচ জেতানো ৭৫ রান করা মুশফিক সেরা খেলোয়াড় নির্বাচিত হন।