
বেলায়েত হুসাইন: বিশ্বের অন্যতম ধনী ও মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটসের কন্যা জেনিফার গেটস এক মুসলিম যুবকের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হচ্ছেন।
শুক্রবার গালফ নিউজ জানিয়েছে, মিসরের এক মুসলিম পরিবারে জন্ম নেয়া নেইল নসর নামের ওই যুবকের সঙ্গে ইতিমধ্যেই জেনিফারের বাগদান সম্পন্ন হয়েছে।
উর্দু গণমাধ্যম ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল জেনিফার তার ইনস্টাগ্রামে নসরের সঙ্গে কাটানো মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন এবং ছবির ক্যাপশনে লিখেছেন, আমাদের বাগদান শেষ, খুব শিগগির আমরা বিয়ের পিঁড়িতে বসছি।
অন্য আরেকটি পোস্টে ২৩ বছর বয়সী জেনিফার গেটস লিখেছেন, ' হ্যাঁ! আমি ওই ব্যক্তিকে ১০ লাখ বার বিয়ের জন্য হ্যাঁ বলবো, যে আমার হৃদয়কে গৃহ বানিয়ে নিয়েছে। নেইল নসর!
তুমি দুনিয়ার অনন্য পুরুষ। আমি জীবনের বাকি অংশ তোমার সঙ্গে অতিবাহিত করতে চাই। আমরা একসঙ্গে শিখবো, বড় হবো, হাসবো এবং একজন আরেকজনকে ভালবেসে যাবো। উল্লেখ্য, জেনিফার গেটস বিল গেটসের কন্যাদের মধ্যে সবার বড়।
ডেইলি পাকিস্তান অবলম্বনে বেলায়েত হুসাইন।