
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মুসলিমরাও ভারতের নাগরিক। গতকাল পার্লামেন্টে এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি এনডিএ শরিকদের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) পক্ষে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি দলগুলোর এমপিদের খোলস ছেড়ে বেরিয়ে আসার আহ্বানও জানান। খবর এনডিটিভির।
প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, যারা বলবে সিএএ বিভেদমূলক তাদের বিরোধিতা করুন। বাজেট অধিবেশনে ট্রেজারি বেঞ্চের ভূমিকা কী থাকবে এই বিষয়ে আলোচনা করতে শরিক দলগুলোকে সেন্ট্রাল হলে ডাকেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেই তিনি এমন আবেদন করেন।
তিনি বলেন, কিছু মানুষ নাগরিক আইন নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছেন। তাদের প্রতিহত করতে হবে। মুসলিমরাও আমদের দেশের নাগরিক। তাদের সমান অধিকার ও কর্তব্য আছে। ভারতের চলমান ব্যাপক প্রতিবাদের তোপে পড়েই তিনি এই কথা বলেন।
এই বৈঠকে এনডিএ শরিকদের পাস করা প্রস্তাবে প্রধানমন্ত্রীকে সমর্থন করে বলা হয়েছে, নাগরিক আইন পাস করিয়ে মহাত্মা গান্ধীর স্বপ্নপূরণ করেছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ, বড়ো শান্তি চুক্তি, কর্তারপুর করিডর নির্মাণ প্রসঙ্গে সহমত জানিয়েছেন এনডিএ শরিক দলের এমপিরা।
আই.এ/