ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, মসজিদ নগরী ঢাকার ইতিহাস ও ঐতিহ্য ধ্বংসের দ্বারপ্রান্তে।
ঢাকার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে সৎ, যোগ্য, আমানতদার ও আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে হবে। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত স্মার্ট ঢাকা গড়তে হলে হাতপাখাকে বিজয়ী করতে হবে।
মাদানী বলেন, গত ৪৯ বছরে বারবার নৌকা ও ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করে জনগণের তীক্ত অভিজ্ঞতা হয়েছে। তারা বর্তমান অবস্থার পরিবর্তন চায়। সুষ্ঠু ভোট হলে ইনশাআল্লাহ আমাদের হাতপাখার দুই প্রার্থী মেয়র হিসেবে বিজয়ী হবেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ও নির্বাচনের কমিশনের (ইসি) অধীনে বিগত বিভিন্ন নির্বাচনের অভিজ্ঞতায় এবারের সিটি নির্বাচন নিয়ে জনমনে চরম অনিশ্চয়তা আছে। বিভিন্ন প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। আমাদের অনেক কাউন্সিলর প্রার্থীর ওপর হামলার ঘটনাও ঘটছে।
দুই সিটি নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ইসিকে অনুরোধ জানান তিনি। অন্যথায় যে পরিস্থিতি সৃষ্টি হবে তার দায় সরকার ও ইসিকেই নিতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানের সমর্থণে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী পথসভা ও গণসংযাগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন দলের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, দক্ষিণ মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান,ছাত্রনেতা এম হাছিবুল ইসলাম, নুরুল করীম আকরাম, মাওলানা খলিলুর রহমান।
উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতী মোস্তফা কামাল, শ্রমিকনেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মুফতী ছিদ্দিকুর রহমান, ইমরান হোসাইন নূর, ডা. কামরুজ্জামান, হুমায়ুন কবিরসহ ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের কেন্দ্রীয়,নগর ও ঢাবি নেতৃবৃন্দ অংশ নেন।
বিশাল নির্বাচনী গণসংযোগ বায়তুল মোকাররম দক্ষিণ গেট, গুলিস্তান, বংগবাজার, শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি, শাহবাগ, হোটেল শেরাটন, অফিসার্স ক্লাব, কাকরাইল, পল্টন মোড় হয়ে মতিঝিল শাপলায় শেষ হয়। এসময় রাস্তার দু’পাশে হাজার হাজার জনতা হাত নেড়ে হাতপাখার মেয়রপ্রার্থীকে অভিবাবন জানান।
এ সময় অনুষ্ঠিত বিভিন্ন পথ সভাগুলোতে আলহাজ্ব আব্দুর রহমান বলেন, ঢাকাবাসীর দুঃখ লাঘব, জনদুর্ভোগ, দুর্নীতি ও দুষণমুক্ত স্মার্ট ঢাকা তুলতে হলে হাতপাখাকে বিজয়ী করতে হবে।
রাজধানী ঢাকার অন্যতম সমস্যা মাদক, ক্যাসিনা ও দুর্নীতি। তিনি বলেন, ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা, স্মার্ট ঢাকা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিশ্বের মধ্যে ঢাকাকে একটি মডেল সিটি হিসেবে প্রতিষ্ঠা করবো।
ওয়াইপি/পাবলিক ভয়েস