
ইসমাঈল আযহার: কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব ও আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের সহসভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ তার মায়ের কবরের পাশে সমাহিত হবেন। ইতোমধ্যে কবর খননের কাজ সম্পূর্ণ হয়েছে।
ধানমণ্ডির শাখার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে বুধবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে ৭৪ বছর বয়সে বর্ষীয়ন এই আলেম ইন্তেকাল করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ২ টায় উনার জানাজার নামাজ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
আই,এ/পাবলিক ভয়েস

