ইসমাঈল আযহার
সহ-সম্পাদক
কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব ও আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের সহসভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (৭৪) বুধবার (২৯ জানুয়ারি) ইন্তেকাল করেছেন।
আল্লামা আযহার আলী আনোয়ার শাহকে শেষ বারের মতো দেখতে হাজির হয়েছেন হাজারও মানুষ। সকাল ভোরে তীব্র শীত উপেক্ষা করে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসা কমপ্লেক্সেকে মানুষের লম্বা লাইন দেখা গেছে। অনেকের চোখে পানি, কেউ কেউ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। বিভিন্ন মাদরাসার ছাত্র শিক্ষকসহ উপস্থিত হয়েছেন হাজার হাজার আমজনতা।
আলেম জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর চলে যাওয়ার ব্যথা ভুলতে না ভুলতেই এবার জাতিকে এতিম করে না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের বর্ষীয়ন এই আলেমে দ্বীন।
আল্লামা আযহার আলী আনোয়ার শাহ তার মায়ের কবরের পাশে সমাহিত হবেন। ইতোমধ্যে কবর খননের কাজ সম্পূর্ণ হয়েছে।
ধানমণ্ডির শাখার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি ইন্তেকাল করেন। আজ বৃহস্পতিবার দুপুরে ২ টায় উনার জানাজার নামাজ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
আই.এ/