
নানা কৌতূহলের অবসান ঘটিয়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে পড়ে থাকা শতবর্ষী বৃদ্ধা রাহেলা বেগমকে ফিরিয়ে দেওয়া হলো স্বজনদের কাছে। বৃদ্ধার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নে। তিনি মৃত নবী মন্ডলের স্ত্রী।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ৯টার দিকে প্রশাসনিক সকল কার্যক্রম শেষে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শতবর্ষী বৃদ্ধাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
এর আগে, গত সোমবার সকালে ওই বৃদ্ধার ছেলে কাশেম বিভিন্ন সংবাদ মারফত খবর পেয়ে শনাক্ত করতে এসে সঠিকভাবে চিনতে পারেনি গর্ভধারিণী মাকে। এ নিয়ে এলাকাবাসী ও স্থানীয় প্রশাসনের মাঝে সৃষ্টি হয় নানা প্রশ্ন। পরে বৃদ্ধার পুত্রবধূ রহিমাসহ ইউপি সদস্য বিল্লাল হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ওমর হোসেন সরদার হাসপাতালে এসে বৃদ্ধাকে শনাক্ত করেন।
এ বিষয়ে ওই বৃদ্ধার ছেলে কাশেম স্থানীয় সাংবাদিকদের জানান, যশোরের বেনাপোলে অবস্থানরত তার ছোটভাইয়ের বাড়িতে অক্টোবর মাসের শেষ দিকে বেড়াতে গিয়েছিলেন তার বৃদ্ধ মা। এর কয়েকদিন পর ভাই মাকে বাসে তুলে দেয় বাড়ি ফেরার জন্য।
কিন্তু ভুলবশত বাসের সুপারভাইজার নাভারনে না নামিয়ে যশোর শহরে তাকে নামিয়ে দেয়। এরপর থেকে নিখোঁজ হন তিনি। হঠাৎ তার মাকে নিয়ে সংবাদ প্রকাশের পর দেখতে আসি। দীর্ঘদিন মাকে দেখতে না পাওয়ায় প্রথম অবস্থায় চিনতে অসুবিধা হয়েছে। পরে বুঝতে পারি যে তিনি আমার মা।
এদিকে, রেলস্টেশন থেকে উদ্ধার করা ওই বৃদ্ধাকে পরিবারের কাছে হস্তান্তর করতে পেরে দেখভাল করা এএসআই তোহিদুল, ডিএসবি সদস্য নুরনবী, ও সিরাজ আনন্দ প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি রহনপুর রেলস্টেশন থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বৃদ্ধা রাহেলা বেগমকে।
আই.এ/

