আগামী ৩০ জানুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ মুজাহিদ কমিটির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দ্বীপজেলা ভোলার চরফ্যাসন আসছেন।
চরফ্যাসন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুজাহিদ কমিটি ভোলা দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
এছাড়াও এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা কামরাঙ্গীচর মাদরাসায়ে নূরে মদীনার পরিচালক মুফতী আবদুর রহমান বেতাগী। তিনি প্রায় মাসখানেক আগেই এই মাহফিলে আসার ব্যাপারে রাজি হয়েছেন এবং দাওয়াত গ্রহণ করেছেন বলেও নিশ্চিত হওয়া গেছে।
মাহফিলের প্রস্তুতি বিষয়ে স্থানীয় দায়িত্বশীলরা জানান, ঈদগাহ ময়দানে প্যান্ডেল করাসহ সার্বিক কাজ সম্পন্ন হয়েছে। প্রচারণায়ও কোন কমতি রাখা হয়নি। দুর দুরান্ত থেকে মানুষ চরমোনাই পীর সাহেবের আলোচনা শুনতে আসবে বলে তারা আশাবাদী।