কাওছার আহমেদ, পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপায় শীতের প্রকোপ যত বাড়ছে শীত জনিত রোগে ডায়রিয়ায় তত বেশী আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। এ কারনে শীত জনিত ডায়রিয়া প্রতিরোধে সর্তক থাকার প্রতি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। তাদের আশংকা শৈত্যপ্রবাহ বাড়লেই বাড়বে ডায়রিয়া সহ শীত জনিত রোগ।
আবহওয়া অধিদপ্তর জানিয়েছে জানুয়ারী মাসের শেষ সপ্তাহে আরো একটা শৈত্যপ্রবাহ হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ঠান্ডার কারনেই হাসপাতালে শীত জনিত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এদের বেশীর ভাগই শিশু। এরা রোটা ভাইরাস জনিত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম জানান, এ বছরের শিশুকে নিয়ে আসছেন এক মা। তিনি বলেন, কয়েকদিন ধরেই তার মেয়ের পাতলা পায়খানা হচ্ছে। এ কারনে দূর্বল হয়ে পড়ছে। তাই তাকে হাসপাতালে নিয়ে এসেছি। পাশের বেড়ে থাকা রাহিমা বেগম বলেন, তার মেয়ে রেনু বেগম বয়স ১ বৎসর ৩ মাস।
তার ডায়রিয়া কমছে না দেখে হাসপাতালে নিয়া এসেছে। চিকিৎসকরা বলেন, দূষিত পানি দূষিত খাবার এবং পরিবেশের কারনে মানুষ বেশী আক্রান্ত হয়। সেজন্য সব সময় হাত পরিষ্কার রাখা, টয়েলেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত-পা ধোয়া ও ছোট শিশুদের শুধু মায়ের বুকের দুধ পান করানো।
ডায়রিয়া হলে ওরস্যালাইন খাওয়ানোর সর্তকতা হিসেবে আমরা এই মেসেজগুলো দেই। চিকিৎসকরা বলেন, শৈত্যপ্রবাহ বাড়লে শীত জনিত রোগে বৃদ্ধ ও শিশুদের স্বাস্থ্য ঝুকি রয়েছে। এ অবস্থায় রোগীদের সর্তক থাকা প্রয়োজন।