
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ৮৬ শতাংশ জনগণের আস্থা আছে এক জরিপে উঠে এসেছে।
‘রিসার্চ ইন্টারন্যাশনাল’ নামের একটি বেসরকারি সংস্থা ওই জরিপ পরিচালনা করে। রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তা প্রকাশ করা হয়।
জরিপের প্রতিবেদনে বলা হয়, বর্তমান সরকারের ওপর দেশের ৮৫ শতাংশ মানুষই সন্তুষ্ট। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখেন ৮৬ শতাংশ মানুষ।
অন্যদিকে বিএনপির কার্যক্রমে মাত্র ৬ শতাংশ মানুষ সন্তুষ্ট বলে দাবি করা হয়েছে। আর ২৫ শতাংশ মানুষই অসন্তুষ্ট দেশের অন্যতম বড় দলটির কর্মকাণ্ডে।
আই.এ/