
হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস উল্টে দুই নারীসহ মোট ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার (জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামাইছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে দুইজন নারী ও বাসের হেলপার রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানায় তারা।
এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, সকালে শ্রীমঙ্গল থেকে যাত্রী নিয়ে একটি বাস হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়।
বাসটি কামাইছড়া পাহাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে হেলপারসহ দুই নারী নিহত হয়।
আই.এ/