
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার জন্য স্টেশনের আউটারে পৌঁছে।
এ সময় ট্রেনটির পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন চালক। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
ট্রেনটি ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ভোর ৬টা ২০ মিনিটে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছিল।
আই.এ/