আহা! হুজুর, আহা!!
ফেতনাকে আজ উস্কে দিচ্ছেন
ইসলাম এবার কোথায় নিচ্ছেন
ভাবতাছেন কি তাহা!!
আহা! হুজুর, আহা!!
হুজুর অনেক গালি জানেন
নানান ঢঙ আর তাল-ই জানেন
তাইতো তাহার বয়ান শুনে-
সবাই করে হা হা
আহা! হুজুর, আহা!!
আবার হুজুর গানের তালে
কেচ্ছা বলেন নানান তালে
হাদিস কোরান ছাড়াই আবার-
মিথ্যা বলেন ডাহা
আহা! হুজুর, আহা!!
হুজুর এসব বাদ দিয়ে দেন
কোরান হাদিস আজ নিয়ে নেন
হেদায়েতের লক্ষ্য নিয়ে -
বয়ান করেন তাহা
আহা! হুজুর, আহা!!
।।আহা! হুজুর, আহা!! মারুফ বিল্লাহ। ১/৭/২০২০। বরিশাল।।