
নির্দিষ্ট অপরাধেই শরীয়ত বয়াতি গ্রেফতার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর সঙ্গে বাউল গানের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।
বুধবার (২২ জানুয়ারি) বিকালে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনুর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাউলে গানের তো কোনো দোষ নেই। কিন্তু কোনো ব্যক্তি বিশেষ যদি অপরাধে সম্পৃক্ত হয় তাহলে আইন তার আপন গতিতে চলবে। এটার সাথে তো গানের কোনো সম্পৃক্ততা নেই।
প্রধানমন্ত্রী স্পিকারের মাধ্যমে হাসানুল হক ইনু এমপির কাছে প্রশ্ন রেখে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য কি এটা গ্যারান্টি দিতে পারবেন- যারা বাউল করেন তাদের ব্যক্তি বিশেষ কোনো অপরাধের সাথে সম্পৃক্ত নয়?’ বাউল গান গাচ্ছেন বলেই কাউকে গ্রেফতার করা হয়েছে এমন কি দেখাতে পারবেন। যাকে গ্রেফতরা করা হয়েছে নিশ্চয়ই কোনো অপরাধ করেছে সেজন্য গ্রেফতার করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রচেষ্টায় বাউল গান বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেয়েছে। কারো কোনো কাজে যেন সেটা প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য সবাইকে সতর্ক হতে হবে এবং তাদেরকেও (বাউল শিল্পী) সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, হয়তো কারো চুল কাটা বা গানের প্রতিবন্ধকতা মোটেও গ্রহণযোগ্য নয়। বরং কুষ্টিয়া যে বাউল আসর সেটার উন্নতি কিন্তু আওয়ামী লীগ সরকারই করেছে।
সংসদ অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি লাঘব করেছে।
সুশাসন প্রতিষ্ঠায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকারবদ্ধ। সঠিক বিচারের নিশ্চয়তা প্রদান করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। ধনী-গরিব নির্বিশেষে সবার জন্য সমতার ভিত্তিতে সুবিচার নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ্য করেন।
তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা প্রদানের জন্য সরকার যথাযথ আইন সংস্কার ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য কার্যক্রম গ্রহণ করেছে। এই সরকারের মূল লক্ষ্যই হচ্ছে শোষণ-বঞ্চনামুক্ত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে আইনের শাসন নিশ্চিত করা।
স্বাধীন, নিরপেক্ষ ও আধুনিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ্য করেন।
আই.এ/