
কুয়াশার ঘনত্ব বৃদ্ধির ফলে সাময়িকভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহনসহ একটি ফেরি আটকা পড়েছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আজ সকালে হঠাৎ কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ করে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়।
এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়াতে দুর্ঘটনা এড়াতে আপাতত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আই.এ/