পাবলিক ভয়েস : ১৯৭২ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিলো স্বাধীন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের প্রথম মন্ত্রিসভার বৈঠক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে ওই বৈঠকে নেতৃত্ব দেন। সংসদীয় গণতন্ত্র শুরুর পর এটাই ছিল মন্ত্রিসভার প্রথম বৈঠক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। এরপর ১২ জানুয়ারি সকালে তিনি রাষ্ট্রপতির পদ ছেড়ে দেন। ঐ দিন বিকেলেই প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন বঙ্গবন্ধু এবং বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে রাষ্ট্রপতি রেখে ১২ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেন। পরের দিন ১৩ জানুয়ারি মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার প্রথম বৈঠকে বাংলাদেশের জাতীয় সংগীত, রণ সংগীত এবং কৃষকের জন্য খাজনা মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়।
উক্ত মন্ত্রিসভার সদস্যরা ছিলেন-
১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (প্রধানমন্ত্রী)
২. তাজউদ্দীন আহমেদ (অর্থ, রাজস্ব ও পরিকল্পনা)
৩. ড. কামাল হোসেন (আইন ও সংসদ)
৪. সৈয়দ নজরুল ইসলাম (শিল্প, ব্যবসা ও বাণিজ্য)
৫. এড. এম মনসুর আলী (যোগাযোগ)
৬. খন্দকার মোশতাক আহমেদ (বিদ্যুৎ ও সেচ)
৭. আব্দুস সামাদ আজাদ (পররাষ্ট্র মন্ত্রণালয়)
৮. এএইচ এম কামরুজ্জামান (সাহায্য ও পুনর্বাসন)
৯. শেখ আব্দুল আজিজ (কৃষি পল্লী উন্নয়ন)
১০. অধাপক ইউসুফ আলী (শিক্ষা ও সাংস্কৃতিক)
১১. জহুর আহমেদ চৌধুরী (সমাজ কল্যাণ ও শ্রম)
১২. শ্রী ফনি ভূষণ মজুমদার (খাদ্য ও বেসামরিক)