
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। কুয়াশার কারণে এ পর্যন্ত ৬ টি ফ্লাইট ছেড়ে যেতে পারেনি। এছাড়াও তিনটি ফ্লাইট গন্তব্য পরিবর্তন করে অন্য বিমানবন্দর অভিমুখে চলে গেছে।
ঘন কুয়াশায় কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে বিমান ওঠানামা বন্ধ রাখে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশের এক কর্মকর্তা।
তিনি জানান, যেসব বিমান শাহজালালে অবতরণের কথা ছিল, সেগুলোকে কলকাতাসহ পার্শ্ববর্তী দেশগুলোতে অবতরণের অনুমতি দেয়া হয়েছে।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা শাহজালালে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। এদিকে বিমান ওঠানামা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন দেশের অভ্যন্তরীণ রুটের যাত্রীরা।
/এসএস