
রাজধানীর খিলগাঁও থানাধীন সিপাইবাগ এলাকায় আবুল কালাম (৫৫) নামের এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আবুল কালাম সিপাইবাগ এলাকায় স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করতেন। আবুল কালামের স্ত্রী হাসিনা বেগম জানান, তিনি দুই বছর ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকালে খিলগাঁও থানায় খবর দিলে পুলিশ বাসায় এসে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু সিদ্দিক।
ওয়াইপি/পাবলিক ভয়েস