মধ্যপ্রাচ্যের শান্তির দেশ হিসেবে পরিচিত সালতানাত অব ওমানের সুলতান মহামান্য কাবুস বিন সাঈদ বিন তাইমুর আল সায়িদীর মৃত্যুতে তার রূহের মাগফিরাত কামনায় ওমানের মাতরাহ সিটিতে বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১১জানুয়ারী) শনিবার জোহরের নামাজের পর মাতরাহ ছাবের মসজিদে, মসজিদের ছানি ইমাম ও খাদেম মাওলানা আবুল খায়ের মাসউদের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- ছাবের মসজিদের মুতাওয়াল্লি শেইখ আব্দুল আজিজ আল বালুশি, মসজিদের ইমাম শেইখ আব্দুশ শাকুর আল বালুশি, মাওলানা মীর আহমেদ মিরু, মাওলানা মিজানুর রহমান, সাংবাদিক মাওলানা আজগর সালেহী ও মুহাম্মদ শাহরুল ইসলাম প্রমূখ।
জোহরের নামাজের মোনাজাত এবং সুন্নাত শেষে কোরআন শরিফের ফযিলত পূর্ণ সূরা সমূহ তিলাওয়াত পূর্বক ওমানে সদ্য প্রয়াত সুলতান কাবুস বিন সায়ীদ বিন তাইমুর আল সায়ীদ এর রূহের মাগফিরাত কামনা এবং নবাগত সুলতানের নেক হায়াত ও কামিয়াবি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।