
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা সিটি উত্তরে হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ঢাকায় দিন দিন মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থা চলতে থাকলে ঢাকা বসবাসের উপযোগীতা পুরোপুরি হারাবে।
আমরা বিজয়ী হলে সুষ্ঠু তদারকি ও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে জীবনযাত্রার ব্যয় কমিয়ে মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ।
আজ ০৮ জানুয়ারী’২০ইং বুধবার বিকাল ৩টায় রাজধানীর ভাটারাস্থ সাঈদনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত তারবিয়াতে সভাপতির বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত সময়গুলোতে আমরা দেখেছি সিটি কর্পোরেশনের রেজুলেশনগুলো যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। আমি মেয়র পদে নির্বাচিত হলে ঢাকা উত্তরের প্রতিটি জনগণ শতভাগ নাগরিক সুবিধা পাবে ইনশাআল্লাহ।
নগর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মুহাম্মাদ আমিনুল ইসলাম।
তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য একটি নগরী হিসেবে গড়ে তুলতে অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের বিকল্প নেই। ঢাকার সচেতন নাগরিকদের উচিত সকলে ঐক্যবদ্ধ হয়ে তাঁর সাথে মাঠে থাকা। আমরা সকলে হাতপাখাকে বিজয়ী করতে শেষ সময় পর্যন্ত মাঠে থাকার অঙ্গিকার করছি।
তারবিয়াতে আরো বক্তব্য রাখেন, নগর সহ-সভাপতি মুহাম্মাদ আনোয়ার হোসাইন, মুফতি ফরিদুল ইসলাম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মুফতী শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, ডা. মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন, মুফতি নিজামুদ্দীন, হাজী আলা উদ্দীন প্রমুখ।
ওয়াইপি/