ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ১৮০ যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান। বিমানটির সব আরোগী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গনমাধ্যম।
বুধবার (৮ জানুয়ারি) সকালে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ইসনা। তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল বিমানটি।
ইরানের জরুরি বিভাগের মুখপাত্র মুজতবা খালেদি বলেছেন, উড্ডয়নের সময় বিমানটিতে ১৮০ জন যাত্রী ছিল।
আই.এ/