নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শিক্ষা, শান্তি প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করে কোম্পানীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগ নেতাকর্মীরা।
শনিবার সকাল ১০টায় কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটার পরে জাতীয় ও দলীয় পতাকা এবং বাদ্যযন্ত্রসহ বসুরহাট বাজারে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্নাঢ্য শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয় চত্বরে পুনরায় ফিরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্নার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শাহ পরান লিংকনের সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাএছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রফেসর গোলাম সারোয়ার, পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক শামছুউদ্দিন নোমান, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবদুল আউয়াল মানিক, সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নুর এ মাওলানা রাজু, সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ প্রমুখ।
ওয়াইপি/