
কালীগঞ্জের জাঙ্গালিয়ায় ‘মরাশ জান্নাতুল বাকী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা এক ছাত্রকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আদিল (৪) ওই মাদরাসার প্রধান শিক্ষক মুফতি জোবায়ের আহমেদের ছেলে। সে তার বাবা-মায়ের সঙ্গে মাদরাসায় থাকতো। স্থানীয়দের সহযোগিতায় বুধবার রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক গণমাধ্যমকে এ কথা জানান। হত্যায় জড়িত সন্দেহে ওই মাদরাসার সহকারী শিক্ষক জোনায়েদ আহমেদ (৩০) ও খাইরুল ইসলামকে (২৫) আটক করেছে পুলিশ।
জানা যায়, বুধবার বিকালে আদিল মাদ্রাসার পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে তাকে খুঁজে না পেয়ে মসজিদের মাইকে ঘোষণা করা হয়। এই সংবাদে গ্রামবাসী এসে মাদরাসার পুকুরসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে আদিলকে না পেয়ে মাদরাসার কক্ষে খুঁজতে থাকে। একপর্যায়ে মাদরাসায় কর্মরত সহকারী শিক্ষক জোনায়েদ আহমেদ ও খাইরুল ইসলামের চলাফেরা দেখে সন্দেহ হলে ওই দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে তারা আদিলকে শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যে জোনায়েদ আহমেদের কক্ষে থাকা কেবিনেটের ড্রয়ার থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
পরে রাত ৯টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, ‘হত্যায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।’
আই.এ/