
তৃণমূলের মানুষের উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতেও কাজ করছে সরকার। আগামী বছর থেকে পূর্বাচলের নির্ধারিত স্থানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যি মেলার উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময়, প্রতিযোগিতা মূলক আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি রপ্তানি পণ্যেকে বহুমুখী করনের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
প্রতিবেশী দেশের সাথে বাণিজ্য রপ্তানি বাড়ানোর তাগিদ দিয়ে ব্যবস্যায়ীদের সব ধরনের সুযোগ তৈরি করে দেয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। মাসব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৪০ টাকা খরচায় মেলায় প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।
আই.এ/