ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের চিকিৎসা শেষ না করেই রিলিজ দেওয়ার অভিযোগ উঠেছে।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেছেন, নুরের অবস্থা দিনদিন অবনতি হচ্ছে। তার চিকিৎসা শেষ না করেই কোনো অদৃশ্য কারণে তাকে রিলিজ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাকে রিলিজ দেয় ঢামেক কর্তৃপক্ষ। একই সাথে ডাকসু ভবনে হামলায় আহত আরও তিনজনকে রিলিজ দেওয়া হয়েছে।
রাশেদ খান বলেন, ভিপি নুর সুস্থ না হওয়ায় তাকে রাজধানীর অন্য একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত ২২ ডিসেম্বর দুপুরে ডাকসু ভবন মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ হামলা করলে ভিপি নুরসহ ২৪ জন আহত হন।
আই.এ/