পাবলিক ভয়েস : জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলছেন, জামায়াতের সঙ্গে আমরা রাজনীতি করবো না। অতীতেও করিনি, এখনও করছি না। ভবিষ্যতেও করবো না। আজ শনিবার (১২ জানুয়ারি) বিকালে মতিঝিলে গণফোরামের অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া নির্বাচন নিয়ে বিভিন্ন জেলা থেকে আগত গণফোরামের নেতাদের নিয়ে বৈঠক করেন ড. কামাল হোসেন। নেতারা নির্বাচন নিয়ে খোলামেলা মতামত দিয়েছেন বলে গণফোরামের পক্ষ থেকে জানানো হয়।
ড. কামাল বলেন, আমি এর আগেও কয়েক বার বলেছি, জামায়াতকে ধানের শীষ প্রতীক দেয়া হবে জানলে আমি ঐক্য করতাম না।
তিনি বলেন, জামায়াতকে কেন ধানের শীষ প্রতীক দেওয়া হলো এজন্য বিএনপির কাছে আমি ব্যাখ্যা চেয়েছি। আগামীতেও এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে। গণফোরামের বিজয়ী দুই প্রার্থীর শপথ নেয়া, না নেয়া প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দুই বিজয়ী প্রার্থী শপথ নিবেন কি নিবেন না এটা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিবো।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকারি দল ছাড়া আর কেউ সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেটা বলছে না। চাইলেও বলা সম্ভব না। এ সময় দেশের স্বার্থে আগামী দু-তিন মাসের মধ্যে পুনরায় নির্বাচনের দাবি জানান ড. কামাল। আগামী ২৩ ও ২৪ মার্চ গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গণফোরামের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু, রেজা কিবরিয়া প্রমুখ।