
উপমহাদেশের প্রখ্যাত আলেম শায়খুল হাদিস আল্লামা হযরত মাওলানা আশরাফ আলীর ইন্তেকাল করেছেন। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তিনি রাজধানীর আসগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন খতীবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব।
খতীবে বাঙ্গাল শোক বাণীতে বলেন, জাতির চরম ক্রান্তিলগ্নে আমরা আরো একজন অভিভাবককে হারালাম। আমাদের এই শূন্যস্থান পূরণ হবার মতো নয়। আল্লাহভীরু, মুখলিস, নূরানী মুখাবয়বের অধিকারী, প্রজ্ঞাবান এই আলেম মনিষীর ইন্তেকালে আমি গভীর ভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র, মুরীদ এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
দেশবরেন্য বিখ্যাত এই দরদী আলেম ও মুরুব্বীর জন্য আমরা মহান আল্লাহর শাহী দরবারে বিনম্র ফরিয়াদ করছি, আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস, মুহহাদ্দিস , আলেম বান্দাহকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন।
আই.এ/