
পাকিস্তানের বিদগ্ধ আলেমে, পাক জমিয়তের মরহুম আমির হাফিযুল হাদীসখ্যাত আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহিমাহুল্লাহর সন্তান আল্লামা ফিদাউর রহমান দরখাস্তি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ইন্তেকাল করেছেন। ইন্নালিলল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিয়ুন।
তার ছাত্র মাওলানা উসমান আনিস দরখাস্তির বরাতে জানা যায়, বুধবার সকাল ১১ টায় খানপুর জেলার জামিয়া মাখজানুল উলুমে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এতে দেশটির শীর্স্থানীয় উলামা-মাশায়েখ অংশ নেবেন।
আল্লামা ফিদাউর রহমান দরখাস্তি পাকিস্তানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ছিলেন। হাজারো উলামায়ে ইসলামের উসতাদ, সর্বজন স্বীকৃত এক মহীরুহ সমতুল্য ব্যক্তিত্ব ছিলেন।
আই.এ/