মাকে নিয়ে গালি দেওয়ায় হেলপারের হাতে চালক খুন

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯
প্রতীকী ছবি

মাকে গালমন্দ করায় আলাউদ্দিন নামে এক কার্ভাডভ্যান চালককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে হেলপার। রবিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি জানান, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে এ ঘটনা ঘটে। চালক আলাউদ্দিন কথা কাটাকাটির এক পর্যায়ে রাশেদের মাকে নিয়ে গালি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে পিটিয়ে চালক আলাউদ্দিনকে হত্যা করে রাশেদুল ইসলাম রাশেদ (২৪)।

রবিবার বুড়িচং থানার পুলিশ অভিযান চালিয়ে জয়নাল হাওলাদারের ছেলে রাশেদকে তার বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যার দশমনতারা গ্রাম থেকে আটক করেছে।

তিনি আরও জানান, গত ২৬ ডিসেম্বর কুমিল্লার নিমসার বাজারে থামানো একটি কাভার্ডভ্যান থেকে কম্বলে মোড়ানো একটি লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের দুটি টিম নিরবিচ্ছিন্ন অভিযান চালায়। পুলিশ জানতে পারে লাশটি ওই কাভার্ডভ্যান চালকের।

পরে অভিযান চালিয়ে শরিয়তপুর ডামুড্যা থানার দশমনতারা গ্রাম থেকে রাশেদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তবে রাশেদের অসংলগ্ন কথার কারণে চালককে হত্যা কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। সে চালকের কাছে থাকা ৩১ হাজার টাকাও নিয়ে গেছে।

আই.এ/

মন্তব্য করুন