ব্রাহ্মণবাড়িয়া থেকে সাঈদ সালমান: ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব বিল বাতিল এবং বাংলাদেশের হিউম্যান মিল্ক ব্যাংক নিষিদ্ধের দাবীতে "ব্রাহ্মণবাড়িয়া সম্মিলিত কওমী প্রজন্ম"র উদ্যোগে একটি মানববন্ধন আয়োজিত হয়।
রোববার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে হাফেজ মাওলানা মুফতি এরশাদুল্লাহ্ কাসেমীর সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, ভারতে মুসলিম বিরোধী বিতর্কিত নাগরিকত্ব বিল একটি অমানবিক বিল। ভারত থেকে মুসলিমদের বিতারিত করার একটি ভয়াবহ চক্রান্ত! অনতিবিলম্বে বাংলাদেশ সরকার এই বিলের প্রতি নিন্দা জানানোর আবেদন জানান তারা। সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে স্থগিত করা "হিউম্যান মিল্ক ব্যাংক'কে সম্পূর্ণ নিষিদ্ধ করার অনুরোধ জানান।
মাওলান আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জামিয়া রহমানিয়া বেড়তলার শায়খুল হাদিস- মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা নিয়ামুল হক, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মাওলানা ইফতিখার জামীল, মাওলানা নাঈমুল হক, মাওলানা ইউসুফ বিন ইকবাল প্রমুখ।
আই.এ/