চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে চরমোনাই নমুনায় ৩দিন ব্যাপী মাহফিল

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

ইবনে সালেহ, চট্টগ্রাম থেকে: আগামী ২, ৩ ও ৪ জানুয়ারী (বৃহস্পতি, শুক্র ও শনিবার) চট্টগ্রামের ঐতিহাসিক রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিত হবে চরমোনাই নমুনায় ৩দিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির।

বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম বিভাগীয় শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে এই মাহফিল। ৩দিন ব্যাপী বিশাল এই মাহফিল নিয়ে গোটা বিভাগ জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।

আধ্যাত্মিকতার রাজধানী খ্যাত চরমোনাই নমুনার ৩দিন ব্যাপী প্রথম মাহফিল অনুষ্ঠিত হয়েছিলো আগ্রাবাদস্থ জাম্বুরী মাঠে। জাম্বুরী মাঠে পার্ক তৈরী করার কারণে বিশাল এই আয়োজনের জন্য স্থান মিলাতে গিয়ে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে।

পরের বছর মাহফিল হয় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, দেওয়ান হাট ও টাইগারপাসের মধ্যবর্তী স্থান রেলওয়ে কর্তৃপক্ষের পরিত্যক্ত বিশাল এই পলোগ্রাউন্ড ময়দানে। গত বছর প্রকৃতিক সমস্যার কারণে মাহফিল অনুষ্ঠিত হয় ধামপড়াস্থ জমিয়তুল ফালাহ (বিশ্ব মসজিদ) মাঠে। এবছর পূণরায় মাহফিল অনুষ্ঠিত হচ্ছে পলোগ্রাউন্ড ময়দানে।

বিগত দিনে মাহফিলে অংশগ্রহণকারীদের বক্তব্য মতে এটিই হচ্ছে চট্টগ্রামের সর্ববৃহত মাহফিল বা সম্মেলন। পলোগ্রাউন্ড ময়দানের মাহফিল ঘিরে চট্টগ্রামের মুসুল্লিদের অগ্রিম প্রস্তুতি নেওয়ার কথাও শুনা যাচ্ছে।

৩দিন লাগাতার মাঠে অবস্থান করে দেশের খ্যাতিমান ইসলামী বৃদ্ধিজীবিদের দিকনির্দেশনা মূলক বয়ানসহ বিশেষ করে আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীরসাহেব চরমোনাই এবং নায়েবে আমীরুল মুজাহিদীন শায়খুল আল্লামা মুফতি ফয়জুল করীম সাহেবের বয়ান শুনার জন্য চাকরি থেকে ছুটি নিচ্ছে অনেকে।

তাদের বক্তব্য হচ্ছে, ধারাবাহিক ৩দিনের ৬বয়ান না শুনলে চরমোনাই তরিকার মাহফিলে এসে তেমন ফায়দা অনুভব করা যায় না। তাই অনেকে অফিস আদাল ও কর্মস্থান থেকে অগ্রিম ছুটি নিয়েছেন বলে জানান।

মাহফিলে দেশের প্রথম সারির বক্তাদের পাশাপাশি চট্টগ্রামের সকল প্রতিষ্ঠানের পরিচালকগণ বিশেষ মেহমান হিসেবে দাওয়াত দেওয়া হয়ে থাকে।

মাহফিলে আগত মুসুল্লিদের নিয়ে বয়ানের পাশাপাশি ছাত্র সমাবেশ, শ্রমিক সম্মেলন ও ওলামা মাশায়েখ সম্মেলনও করা হয় চরমোনাই নমুনায় অনুষ্ঠিত এসব মাহফিলে।

এবছর নতুন করে যুক্ত হয়েছে ইসলামী বই মেলা। মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসুল্লিদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে ইসলামী বই মেলা একটি যুগোপযোগী এবং প্রয়োজনীয় উদ্যোগ বলে জানিয়েছেন অনেকে।

এই মাহফিলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে- ৩দিন তিন রাত লাগাতার ময়দানে অবস্থান করা। যে সমস্ত মুসুল্লি তিনদিন ৩রাত লাগাতার মাঠে অবস্থান করে আমীর এবং নায়েবে আমীরের ৬টি বয়ান মনোযোগ সহকারে শুনবে এবং অন্যান্য আমলগুলো গুরুত্ব সহকারে আদায় করবে তাদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়।

অতীতের চরমোনাই নমুনার মাহফিলগুলো পর্যালোচনা করলে এমনটিই প্রমাণিত হয়।

পলোগ্রাউন্ড ময়দানের মাহফিলে মহিলাদের জন্য পর্দা সহকারে আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকে। স্বামী, সন্তান, বাবা ভাই বা অন্য যে কোন মোহরম পুরুষদের সাথে নিয়ে মহিলারা মাহফিলে অংশগ্রহণ করার সুব্যবস্থা থাকবে।

সমগ্র এলাকা সিসি টিভি ক্যামরা দ্বারা সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি চরমোনাই মুজাহিদ কমিটির সদস্যরা এসব মাহফিলে সেচ্ছাসেবীর দায়িত্ব পালন করে থাকে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২রা জানুয়ারী বৃহস্পতিবার জোহরের পর আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতি রেজাউল করীম পীরসাহেব চরমোনাই এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়ে ৫ জানুয়ারী সকালে বিশেষ মোনাজাতের মাধ্যমে বিশাল এই মাহফিলের সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

/এসএস

মন্তব্য করুন