
কুমিল্লায় দুর্ঘটনায় পড়া নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের উদ্ধারকাজ শেষ হয়েছে। দুর্ঘটনার প্রায় সাত ঘণ্টা পর সকাল পৌনে নয়টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস ও লোকোশেড ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শনিবার রাত ২টার দিকে শশীদল রেলওয়ে স্টেশনে প্রবেশমুখে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার কারণে আন্তনগর তুর্ণা নিশিথা, চট্টগ্রাম মেইল, উদয়ন এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো ছেড়ে যেতে শুরু করেছে। তবে সব কয়টি ট্রেনই বিলম্বে চলাচল করছে। এতে যাত্রীদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, শনিবার রাত পৌনে দুইটায় নোয়াখালী থেকে ঢাকাগামী ১১ আপ নোয়াখালী এক্সপ্রেস ট্রেন শশীদল স্টেশন এলাকা পার হওয়ার পরপরই লাইনচ্যুত হয়। ট্রেনের লোকোমোটিভসহ (ইঞ্জিন) চার বগি লাইন থেকে সরে গিয়ে দুর্ঘটনায় পড়ে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, ভোর চারটার পর থেকে উদ্ধারকাজ শুরু হয়। প্রায় সাড়ে তিনঘণ্টা লাগে উদ্ধারকাজ শেষ করতে।
/এসএস