
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী: নরসিংদীর মাধবদী থানা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাধবদীতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ মাদক-উগ্রবাদ-সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মাধবদী এস.পি.ইনষ্টিটিউশন মাঠে গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) এ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-১ (সদর) আসনের এমপি লে: কর্নেল মোহাম্মদ নজরল ইসলাম বীরপ্রতিক বলেন বর্তমান সরকারের সকল উন্নয়নে নরসিংদীর মানুষ জননেত্রীর সাথে আছে।
তিনি আরো বলেন শেখ হাসিনা তৃতীয় বিপ্লবের ডাক দিয়েছেন। কোনো সন্ত্রাস, চাদাঁবাজ, দূর্নিতিবাজ বাংলাদেশে থাকতে পারবে না। তিনি সরকারের সকল দপ্তরে শুদ্ধি অভিযান পরিচালনা করছেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্যাষ্ট সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদী জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, নরসিংদী জেলার সাবেক জেলা কমান্ডার আলহাজ্ব আব্দুল মোতালিব পাঠান, মাধবদী পৌরসভার মেয়র হাজী মো; মোশাররফ হোসেন প্রধান মানিক।
মাধবদী থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, নরসিংদী সদর সার্কেল সাহেদ আহমেদ, নরসিংদী সদর ভূমি এসিল্যান্ড মো: শাহ আলম মিয়া, পাচঁদোনা ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী সুবোধ রঞ্জন দাস, মাধবদী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেন সহ মাধবদী ও আশপাশ এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
/এসএস