২শ কোটি টাকা নিয়ে উধাও চক্র; অসহায় হলো শত শত মানুষ

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

কাওছার আহমেদ,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে প্রতারক চক্রের গডফাদার নাসির উদ্দিন সবুজ, কুদ্দুস, বাদল, রহিম, আমিনুল, বাদল মোল্লাসহ বেশ কিছু লোক নিউ নাভানা নামে ভুয়া কোম্পানী খুলে গরু-বাচুর বেচা-কেনার মাধ্যমে দুই’শ কোটি টাকা হাতিয়ে নেয়। এই জোচ্চুরির প্রতিবাদে শত শত ভুক্তভোগী নারী পুরুষের মানববন্ধন করেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় আউলিয়াপুর ইউনিয়ন এলাকার ফতুল্লা বাজারে মহসড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

আউলিয়াপুর ইউনিয়নের একজন ভুক্তভোগী নেছার হাওলাদার জানান, চক্রের সদস্যরা তার ৪০ হাজার টাকার মূল্যের একটি গাভী গরু ও একটি বাচুর নিয়ে একমাস পর ৭০ হাজার টাকা দেওয়ার কথা বলে।

বেশী মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে একই এলাকার সালাম আকন, শাহীন হাওলাদার, তাসলিমা বেগম ও জাকিরসহ মরিচবুনিয়া ও বদরপুর ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের শত শত নারী পুরুষের কাছ থেকে গরু বাছুর ও নগদ টাকা হাতিয়ে নিয়ে গত বৃহষ্পতিবার রাতে লাপাত্তা হয়ে যায়।

ভুক্তভোগীরা আরও জানান, এ চক্রের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দালাল চক্র বিভিন্নভাবে বেশী টাকা দেওয়ার লোভ দেখিয়ে দুই’শ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে।

এ চক্রের কর্মকান্ড নিয়ে সংবাদের ভয় দেখিয়ে অজ্ঞাত কয়েকজন সাংবাদিক সুবিধা নিয়েছে বলেও স্থানীয়রা জানান।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা এ চক্রকে গ্রেফতার করে লুট করে নেওয়া অর্থ ফেরত পেতে পারে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। চক্রের এমন কর্মকাণ্ডে শত শত মানুষ নিঃস্ব-অসহায় পরেছেন। পুলিশ প্রশাসনের প্রতি এ চক্রকে আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবী স্থানীয়দের।

আই.এ/

মন্তব্য করুন