যোবায়ের আহমাদ, চাঁদপুর কচুয়া থেকে: শনিবার (১২ জানুয়ারি) সকালে শেষ মুনাজাতের মাধ্যমে চাঁদপুরের ঐতিহাসিক উজানীর মাহফিল শেষ হয়েছে। বৃহস্পতিবার শুরু হয়ে দুইদিন ব্যাপী এই মাহফিলে লাখো জনতার ঢল নেমেছিল।
মাহফিলে আখেরী মুনাজাত পরিচালনা করেছেন উজানীর বর্তমান পীর হযরত মাওলানা ক্বারী ফজলে এলাহী সাহেব।
উজানী মাদরাসার ইতিহাস তালাশ করলে দেখা যায়, সুফিবাদের সঠিক ধারায় আধ্মাতিক ব্যাক্তিত্ব ক্বারী ইবরাহীম সাহেব রহঃ এর মাধ্যমে উজানীতে দ্বীনে ইসলামের প্রচার প্রসার শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে মানুষকে ইসলামের পথে আনতে বিরাট অবদান রেখে আসছে এই উজানী মাদরাসা ও এর ধারা।
চাঁদপুর জিলার কচুয়া উপজেলার উজানী মাদরাসার মাহফিলে প্রতি বছর লাখো মানুষের ঢল নামে এবং দেশ বরেণ্য ওলামা মাশায়েখদের গুরুত্বপূর্ণ নছিহত করেন।
এবারের মাহফিলে আলেম ওলামাদের নসিহতের মুল বিষয় ছিল মুসলমানদের এ দুর্দিনে রসুলের স. সুন্নত আঁকড়ে ধরা এবং হক্কানী ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে চলা। এবং আলেমদের উদ্দেশ্যে বলা হয়েছে সকল প্রকার হিংসা বিদ্বেষের উর্ধে উঠে, জাগতিক সকল ধরনের লোভ লালসা পরিহার করে মুসলমানদের সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করা।
সকল বক্তারাই বিশেষভাবে বলেছেন, উম্মতের ফাটল সৃষ্টিকারী সকল ধরনের ফেৎনা থেক হুশিয়ার থাকা এবং তাবলীগের বর্তমান বিরোধপূর্ণ অবস্থান নিয়ে সা'দপন্থীদের প্রতি মোটামোটি সকল নছিহতকারীগনই হুশিয়ার প্রদান করে বক্তব্য প্রদান করেন।
মুসলমানদের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে দাওয়াত, তা'লিম, তাযকিয়ায়ে নফছ এবং জিহাদ ফি ছাবিলিল্লাহর মেহনত নিয়ে যে যেভাবে কাজ করছেন সকলের প্রতি সুভাবাপন্ন মেজাজ তৈরিতেও গুরুত্বারোপ করা হয়।
[caption id="attachment_6192" align="aligncenter" width="300"] উজানী মাহফিলে উপস্থিত জনতার একাংশ[/caption]
মাহফিলে নছিহত পেশ করেন, উজানীর বর্তমান পীর সাহেব আল্লামা ফজলে এলাহী, আল্লামা আশেকে এলাহী, আল্লামা মাহবুবে এলাহী, মাওলানা সিব্বির আহমাদ উজানী, ক্বারী সাহেব রহঃ আওলাদদের মাঝে মুফতি ফয়জুল্লাহ্ সাহেব, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা এহতেশামুল হক, মাওলানা এহতেরামুল হক, আগত ওলামাদের মাঝে, চট্টগ্রাম জিরির আল্লামা তৈয়ব সাহেব, মিরপুর আকবর কম্প্লেক্সের মুফতি দিলওয়ার সাহেব, মাওলানা নজীর আহমাদ টঙ্গী, মুফতি মুসতাকুন্নবী কুমিল্লা, মাওলানা খালিদ সাইফুল্লাহ্ আইউবি ঢাকা, মাওলানা ইমরান মাজহারী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা নুরুল হক বটগ্রাম কুমিল্লা, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সহ বহু ওলামায়ে কেরাম নছিহত পেশ করেন।