
আওলাদে রাসূল সাইয়্যেদ নাসের বিল্লাহ মাক্কীর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মুগদায় শুরু হয়েছে আল-মাদানী ফাউন্ডেশনের ইসলামী মহাসম্মেলন। তিন দিনব্যাপী ২৭, ২৮, ২৯ ডিসেম্বর শুক্র, শনি ও রোববার সুগদা বিশ্বরোড ট্রাকস্টান্ড মাঠে আয়োজিত এ মহাসম্মেলন আজ শুক্রবার বাদ আসর থেকেই অনানুষ্ঠানিকভাবে শুরু হয়।
প্রথম দিনে তাশরীফ এনেছেন পবিত্র মক্কাতুল মোকররমার মেহমান আওলাদে রাসূল সা. সাইয়্যেদ নাসের বিল্লাহ মাক্কী। বাদ মাগরীব তিনি উপস্থিত শ্রোতাদের সামনে বয়ান পেশ করেন। শায়খ মাক্কীর আরবী বয়ানের বাংলা তরজমা করেন মুফতী আব্দুর রহমান কোব্বাদী।
তিন দিনব্যাপী এ ইসলামী মহাসেম্মেলনে দ্বিতীয় ও তৃতীয় দিনে আমন্ত্রিত বিদেশি মেহমান হিসেবে আরো উপস্থিত হবেন মক্কা শরীফের মসজিদে রেফাঈ’র খতিব শায়খ ড. মু’তাসিম বিল্লাহ রাফাত, আওলাদে রাসূল সা. সাইয়্যেদ আযহার বিন আরশাদ মাদানী (ভারত), আল্লামা মুফতী রাশেদ আযমী, মুহাদ্দিস দারুল উলুম দেওবন্দ ভারত।
এদিকে শায়খ ড. মু’তাসিম বিল্লাহ রাফাত এবারই প্রথম বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন, আল-মাদানী ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন সাব্বির। শায়খ ড. মু’তাসিম বিল্লাহ রাফাত সম্মেলনের তৃতীয় দিন অর্থাৎ ২৯ ডিসেম্বর রোববার তাশরীফ আনবেন বলেও নিশ্চিত করেন ইমতিয়াজ উদ্দিন সাব্বির।
আল-মাদানী ফাউন্ডেশনের এ ইসলামী মহাসম্মেলনে আরো তাশরীফ আনবেন শাইখুল হাদীস আল্লাম নূর হোসাইন কাসেমী, মাওলানা শায়খ সালাহ উদ্দিন জাহাঙ্গীর, মাওলানা জুবায়ের আহমদ আনসারী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা হাফীজুর রহমান ছিদ্দীক প্রমুখ।
এছাড়াও এই সম্মেলনে আরো থাকবেন, বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতী মুহিব্বুল্লাহিল বাকী আন-নদভী, মুফতী মুহাম্মদ ওয়ালী উল্লাহ, মাওলানা মেরাজুল হক মাযহারী, মুফতী এহসানুল হক জিলানী, মুফতী হেদায়েত উল্লাহ আযাদী, মাওলানা ক্বারী নাজমুল হাসান, মাওলানা শুয়াইব আহমদ আশরাফী, মুফতী ইমরান হোসাইন কাসেমী, মুওলানা শাহ তৈয়ব আশরাফ, মুফতী সাঈদ আহমদ (কলরব), মাওলানা মোহাম্মদুল্লাহ বিন হাফিজ প্রমুখ।
সম্মেলনে ক্বেরাত পরিবেশন করবেন বিশ্বনন্দিত ক্বারী হায়েজ সাইদুল ইসলাম আসাদ, বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ সাইফুর রহমান ত্বকী, হাফেজ ক্বারী আবু রায়হান, শিশু ক্বারী সিফাত উল্লাহ।
/এসএস